সোনার ভরি এখন ২ লাখ ৮৬ হাজার টাকা

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৩৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৩৫:০২ অপরাহ্ন
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দর নির্ধারণের মাধ্যমে দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

আগেরদিন বুধবার ভরিতে ২২ ক্যারেটের সোনার দাম বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। এতে দাম ওঠে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায়। তার আগেরদিন ভরিতে বেড়েছিল ৫ হাজার ২৪৯ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। 

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৮১৬ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও সোনার দাম ইতিহাস গড়েছে। বুধবারের তথ্যানুযায়ী, প্রথমবারের মতো আউন্সপ্রতি ৫ হাজার ৩০০ ডলারের সীমা ছাড়িয়েছে সোনার দাম।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]