আয়কর রিটার্ন জমার সময় আরও ১ মাস বাড়ল

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:২৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:২৭:০৭ অপরাহ্ন
ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আবারও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই শ্রেণির করদাতারা ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জারি করা এক বিশেষ আদেশে কর কর্তৃপক্ষ জানিয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করিল।

এর আগেও চলতি করবর্ষে একাধিক দফায় রিটার্ন দাখিলের শেষ সময় বাড়ানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]