হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জীয়ারত করলেন তারেক রহমান

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫৫:০১ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে দলের চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগে পৌঁছেছেন এবং বিভিন্ন কর্মসূচি শেষ ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সভাস্থলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় ঢাকা থেকে বিমানে করে রাজশাহীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ স্বাগত জানান।

রাজশাহী পৌঁছার পর নগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জীয়ারত করেন তিনি। পরে দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন।

এ জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সদস্য অংশ নিয়েছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত ১৩ জন সংসদ সদস্য প্রার্থীর পরিচিতি করিয়ে দেবেন, দলের রাজনীতিক কার্যক্রম ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরবেন।

রাত পর্যন্ত রাজশাহী অবস্থান করবেন তারেক রহমান। এরপর সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পথে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠে একটি জনসভায় ভাষণ দেবেন, যেখানে নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন।

এরপর সন্ধ্যায় তিনি নিজের নির্বাচনী এলাকা বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। রাতের দিকে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জীয়রত করবেন এবং এরপর রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত একটি জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার পর রাতে ঢাকায় ফিরে যাবেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]