বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:৩২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৮:৩২:৪৬ অপরাহ্ন
আগামী ২৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বৃহৎ সমাবেশের স্থান পরিদর্শন করেছেন রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুর ১২টায় ময়দানে সার্বক্ষণিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম পরিচালনা ও ভিআইপি প্রবেশ পথ-সহ অন্যান্য বিষয়ের সার্বিক তত্ত্বাবধান করেন দলের নেতা-কর্মীরা।

পরিদর্শনে নেতৃত্ব দেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এ সময় অংশ নেন সাবেক রাসিক ১২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেন দিলদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু এবং রাজশাহী মহানগর যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ২৯ জানুয়ারি জাতীয় নেতার আগমনকে সফল ও নিরাপদভাবে অনুষ্ঠানে পরিণত করতে সকল অঙ্গসংগঠন এবং কর্মী-সমর্থকের সমন্বয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যাশা করি রাজশাহীসহ বৃহত্তর সমাজের শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, সমাবেশের জন্য ময়দান, সাউন্ড, আলোকসজ্জা ও নিরাপত্তা সংক্রান্ত সকল প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে এসেছে। প্রত্যাশা করি এটি একটি শান্তিপূর্ণ, গণমুখী ও ঐতিহাসিক সমাবেশ হবে।

সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, সমাবেশটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি দেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে বিবেচিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে আছি।

তিনি আরও বলেন যুবসমাজের কাছে এটি একটি উজ্জীবনমূলক সমাবেশ হবে। আমাদের লক্ষ্য প্রস্তুতিকে সর্বোচ্চ রেখে সকলকে একটি শৃঙ্খলাবদ্ধ ও সফল অনুষ্ঠানে অংশগ্রহণে অনুপ্রাণিত করা।

এ ব্যাপরে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বলেন, জনসমাগম ও নিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে পর্যাপ্ত পুলিশ, সিভিল সাপোর্ট ও স্বেচ্ছাসেবক টিম মোতায়েন করা হয়েছে এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যকর পরিবেশে অংশগ্রহণ নিশ্চিতের জন্য বিভিন্ন প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]