লাগাম ছাড়া সোনার দাম, রেকর্ড ভেঙে এবার নতুন চূড়ায়

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৭:১৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৭:১৩:৫১ অপরাহ্ন
লাগাম ছাড়া ঘোড়ার মত ছুটছে সোনার দাম। বিশ্ববাজারে এবার প্রথমবারের মতো আউন্স প্রতি ৫ হাজার ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে মূল্যবান এই ধাতুর দাম। 

মূলত, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে এখন নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে অতিমাত্রায় ঝুঁকে পড়ছেন বিনিয়োগকারীরা। আর এতেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সোনার দাম, ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড।

সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।  

প্রতিবেদন অনুযায়ী, এদিন স্পট মার্কেটে সোনার দাম‌ ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫ হাজার ৮৯ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। এর আগে, আউন্স প্রতি ৫ হাজার ১১০ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছিল মূল্যবান হলুদ ধাতুটি, যা সর্বকালের সর্বোচ্চ দাম।

গত সপ্তাহেই ধারাবাহিকভাবে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। চলতি বছর এরই মধ্যে ১৮ শতাংশের বেশি বেড়েছে ধাতুটির দাম। ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, মার্কিন প্রশাসন এবং মার্কিন সম্পদের উপর আস্থার সংকটও সোনার দিকে ধাবিত করছে বিনিয়োগকারীদের। ট্রাম্প প্রশাসনের কিছু অনিয়মিত সিদ্ধান্ত এই পরিস্থিতি আরও তীব্র করেছে।

গ্রিনল্যান্ড দখলের জন্য ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার এবং কানাডা ও ফরাসি শুল্কসহ আন্তর্জাতিক উত্তেজনাও স্বর্ণের দাম বাড়ানোর পেছনে প্রভাব ফেলেছে। এছাড়া ডলারের দুর্বলতার কারণে অন্যান্য মুদ্রার ধারকদের জন্য সোনা আরও সাশ্রয়ী হয়েছে। বিশ্লেষকরা আশা করছেন, বিশ্বব্যাপী উত্তেজনা এবং শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় চাহিদার কারণে এ বছর ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে সোনার দাম।

মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, সোনার দামে আরও ঊর্ধ্বগতি দেখার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে গেলে মাঝেমধ্যে দামে কিছুটা পতন আসতে পারে। তবে, এটি দীর্ঘস্থায়ী হবে না। বরং প্রতিবারই শক্তিশালী ক্রয় আগ্রহের কারণে দাম আবার দ্রুত ঘুরে দাঁড়াবে।

উল্লেখ্য, ২০২৫ সালে সোনার দাম ৬৪ শতাংশ বেড়েছিল, যা ১৯৭৯ সালের পর থেকে এর সর্বোচ্চ বার্ষিক লাভ। এর পেছনে নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা, মার্কিন মুদ্রানীতি শিথিলকরণ, চীনের কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলে রেকর্ড বিনিয়োগ মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রুপার দাম ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে, যা এর আগে রেকর্ড ১০৯ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছিল। স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৮৬১ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। আর স্পট প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৬০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

এর আগে, শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো স্পট রুপার দাম প্রতি আউন্স ১০০ ডলারের ওপরে উঠে যায়। গত বছরে রুপার দাম বেড়েছে ১৪৭ শতাংশ। খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ এবং গতি-নির্ভর ক্রয়ের কারণে মূল্যবান ও শিল্প ধাতুর ভৌত বাজারে দীর্ঘদিনের টানাপড়েন আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]