বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। বিশাল আকারের ডিসপ্লে ছাড়াও চমৎকার ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে কার্যকরী এ প্যাড সিনেমা দেখা কিংবা গান শোনার ক্ষেত্রেও দেবে প্রিমিয়াম ভাইব।

রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের প্যাডটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ২.৫ কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। ফলে দুর্দান্ত স্মুথ অভিজ্ঞতায় ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেম উপভোগ করা যাবে। আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ড- এর লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সনদ পাওয়া ডিভাইসটির অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে দেবে চোখের বাড়তি সুরক্ষা। ফলে প্যাডটি দীর্ঘসময় ব্যবহারেও চোখে অস্বস্তিবোধ করবেন না গ্রাহক।

শক্তিশালী ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাড দীর্ঘসময় বিরতিহীনভাবে ব্যবহার করা যায়। তাই ভার্চুয়াল মিটিং কিংবা ক্লাসের ক্ষেত্রে প্যাডটি হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী। এছাড়া ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ক্যাবলের মাধ্যমে এ প্যাডটি দিয়ে অন্য ডিভাইস কিংবা স্মার্টফোন সহজেই চার্জ দেওয়া যায়। তাই ভ্রমণে প্যাডটি পাওয়ারব্যাংক হিসেবে ভীষণ কার্যকর।

প্যাডটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের স্ন্যাপড্রাগন সেভেন-এস, যা এর কার্যক্ষমতা বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারের মাল্টিটাস্কিংয়ে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে।

রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনটিতে আছে ফিজিক্যাল এবং ই-সিম ব্যবহার করার সুবিধা। ফলে স্মার্টফোনের মতো কথা বলার সুবিধার পাশাপাশি থাকছে মোবাইল ডেটার মাধ্যমে প্যাডটি ব্যবহার করার সুযোগ। যাতায়াতের সময় কিংবা যেকোনো জায়গায় বসে ওয়াইফাই না থাকলেও তাই জরুরী কাজ সেরে ফেলা যাবে সহজেই।  

প্যাডটির আধুনিক অডিও সিস্টেম এটিকে টেকপ্রেমীদের কাছে করেছে আরও আকর্ষণীয়। কোয়াড স্পিকার থাকায় প্যাডটি চারদিক থেকে ছড়িয়ে পড়া সাউন্ডকে করে তোলে অত্যন্ত বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া ভিডিও কলে কথা বলতে কিংবা সিনেমা দেখতেও ডিভাইসটি দারুণ স্বাচ্ছন্দ্যময়।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, 'বাংলাদেশের পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থী- সবার মধ্যে প্যাডের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এ জনপ্রিয়তা মাথায় রেখেই আমরা আমাদের ফ্যানদের জন্য অত্যাধুনিক ডিজাইনের এবং প্রযুক্তির রেডমি প্যাড ২ প্রো- এর দুটি ভ্যারিয়েন্ট এনেছি, যা একইসাথে পড়াশোনা, অন-দ্যা-গো অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য দারুণ ডিভাইস।'

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৪৪,৯৯৯ টাকা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]