রাজশাহীতে ভারতীয় ভিসা প্রতারণায় যুবক আটক

আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৬:৪২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৬:৪২:৪২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ভারতীয় ভিসা প্রার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে মেহেদি হাসান রনি (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন )বেলা ১১টার দিকে মহানগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ‘তাসনিয়া ট্রাভেলস বিডি’ নামের একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার মুর্শিদপুর গ্রামের বাসিন্দা নিমাই প্রামাণিক চিকিৎসার জন্য ভারতীয় ভিসা নিতে এক মাস আগে তাসনিয়া ট্রাভেলস বিডির সঙ্গে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটির মালিক রিপন ভিসার আবেদন সম্পন্ন করার কথা বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা না পাওয়ায় নিমাই প্রামাণিক রাজশাহীতে ভারতীয় ভিসা অফিসে উপস্থিত হয়ে অভিযোগ জানান।

ভিসা অফিসের কর্মকর্তারা বিষয়টি পুলিশকে অবগত করলে, পুলিশ তাৎক্ষণিকভাবে তাসনিয়া ট্রাভেলস বিডি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক রিপন পালিয়ে গেলেও তার সহযোগী রনিকে আটক করা হয়।

শিরোইল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মামুন জানান, প্রতারণার শিকার নিমাই প্রামাণিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ ঘটনার পর রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার সংবাদমাধ্যমকে জানান, “আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ভিসা প্রদান করে থাকি। দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি আবেদনকারীদের প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। আমরা এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সব সময় সচেষ্ট এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ভিসা প্রার্থীদের প্রতি আমাদের আহ্বান, যেন তারা কোনো দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি ভিসা অফিসের সহায়তা নেন।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]