দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল বহুদিনের। গত বছর অক্টোবরেই বিজয়ের টিম তাঁদের বাগদানের খবর নিশ্চিত করেছিল। এরপর থেকেই শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় জুটির । বহু দিনের জল্পনার মাঝেই অবশেষে মুখ খুললেন রশ্মিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে সরাসরি জিজ্ঞেস করা হয়, বিয়ের তারিখ ও উদয়পুরের ভেন্যু কি সত্যিই ঠিক হয়েছে? রশ্মিকার উত্তর, “এই গুজব তো চার বছর ধরে চলছে! সবাই একই প্রশ্ন করছে।” ভক্তদের অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি এবার বিয়ের কথা স্বীকার করবেন। কিন্তু অভিনেত্রী আরও একবার পরিষ্কার করে জানিয়ে দেন, “যখন বলার সময় হবে, তখন আমরা নিজেরাই বলব। এখনই কিছু প্রকাশ্যেই বলছি না।” মজার ছলে তিনি আরও বলেন, ক্যামেরার বাইরে চাইলে কথা বলতে পারেন, কিন্তু সামনে নয়। যদিও রশ্মিকার এই উত্তরে বিয়ের জল্পনা সত্যি বলে মনে করছেন অনেকেই।
সম্পর্ক নিয়ে মুখে কুলুপ, কিন্তু একসঙ্গে দেখা মিলছে বারবার
২০২৫ সালের অক্টোবর মাসে তাঁদের আংটি বদলের খবর প্রকাশ্যে আসে। তার পর থেকেই রশ্মিকা ও বিজয় দুজনকেই আঙুলে আংটি পরতে দেখা গেছে। তবে প্রকাশ্যে তাঁরা এখনও কিছু স্বীকার করেননি। গত নভেম্বর মাসে ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সাকসেস ইভেন্টে বিজয়কে রশ্মিকার হাতের উপর আলতো করে চুমু খেতেও দেখা যায়, যা ঘিরে জল্পনা আরও বাড়ে।
এছাড়া নিউইয়র্কে ৪৩তম 'ইন্ডিয়া ডে প্যারেডে' তাঁরা একসঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। ‘ভারত বিয়ন্ড বর্ডার্স’ নামে একটি ইভেন্টেও যুগলকে এক ফ্রেমে দেখা গিয়েছিল। বর্ষবরণের ছুটিতে তাঁরা একসঙ্গে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন।
২৬ ফেব্রুয়ারিতেই কি বিয়ে? যা বলছে সূত্র
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের দিন চূড়ান্ত হয়েছে (Rashmika Vijay Udaipur wedding)। বাগদানের মতোই বিয়েটাও হবে ছোট পরিসরে, পরিবারের লোকজন ও কিছু ঘনিষ্ঠ বন্ধুকে নিয়েই। হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা রিসেপশন হবে কি না, তা এখনও জানা যায়নি।
কাজ নিয়েও সমান ব্যস্ত দুই তারকা
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯-এ ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন রশ্মিকা-বিজয়। গত বছর ‘ছাভা’, ‘সিকন্দর’, ‘কুবেরা’, ‘থাম্মা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’–এর মতো একাধিক সিনেমায় দেখা গেছে রশ্মিকাকে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ককটেল ২’ এবং ‘মাইসা’-তে। অন্যদিকে, বিজয় গত বছর ‘কিংডম’-এ অভিনয় করেছেন এবং সামনে তাঁর ‘রাউডি জনর্ধন’ মুক্তি পাবে। এছাড়াও অভিনেতার ঝুলিতে আরও একটি সিনেমা রয়েছে যার নাম এখনও ঠিক করা হয়নি। তবে তারকাদের সিনেমার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের উৎসাহ বেশি, একথা বলাই বাহুল্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে সরাসরি জিজ্ঞেস করা হয়, বিয়ের তারিখ ও উদয়পুরের ভেন্যু কি সত্যিই ঠিক হয়েছে? রশ্মিকার উত্তর, “এই গুজব তো চার বছর ধরে চলছে! সবাই একই প্রশ্ন করছে।” ভক্তদের অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি এবার বিয়ের কথা স্বীকার করবেন। কিন্তু অভিনেত্রী আরও একবার পরিষ্কার করে জানিয়ে দেন, “যখন বলার সময় হবে, তখন আমরা নিজেরাই বলব। এখনই কিছু প্রকাশ্যেই বলছি না।” মজার ছলে তিনি আরও বলেন, ক্যামেরার বাইরে চাইলে কথা বলতে পারেন, কিন্তু সামনে নয়। যদিও রশ্মিকার এই উত্তরে বিয়ের জল্পনা সত্যি বলে মনে করছেন অনেকেই।
সম্পর্ক নিয়ে মুখে কুলুপ, কিন্তু একসঙ্গে দেখা মিলছে বারবার
২০২৫ সালের অক্টোবর মাসে তাঁদের আংটি বদলের খবর প্রকাশ্যে আসে। তার পর থেকেই রশ্মিকা ও বিজয় দুজনকেই আঙুলে আংটি পরতে দেখা গেছে। তবে প্রকাশ্যে তাঁরা এখনও কিছু স্বীকার করেননি। গত নভেম্বর মাসে ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সাকসেস ইভেন্টে বিজয়কে রশ্মিকার হাতের উপর আলতো করে চুমু খেতেও দেখা যায়, যা ঘিরে জল্পনা আরও বাড়ে।
এছাড়া নিউইয়র্কে ৪৩তম 'ইন্ডিয়া ডে প্যারেডে' তাঁরা একসঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। ‘ভারত বিয়ন্ড বর্ডার্স’ নামে একটি ইভেন্টেও যুগলকে এক ফ্রেমে দেখা গিয়েছিল। বর্ষবরণের ছুটিতে তাঁরা একসঙ্গে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন।
২৬ ফেব্রুয়ারিতেই কি বিয়ে? যা বলছে সূত্র
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের দিন চূড়ান্ত হয়েছে (Rashmika Vijay Udaipur wedding)। বাগদানের মতোই বিয়েটাও হবে ছোট পরিসরে, পরিবারের লোকজন ও কিছু ঘনিষ্ঠ বন্ধুকে নিয়েই। হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা রিসেপশন হবে কি না, তা এখনও জানা যায়নি।
কাজ নিয়েও সমান ব্যস্ত দুই তারকা
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯-এ ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন রশ্মিকা-বিজয়। গত বছর ‘ছাভা’, ‘সিকন্দর’, ‘কুবেরা’, ‘থাম্মা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’–এর মতো একাধিক সিনেমায় দেখা গেছে রশ্মিকাকে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ককটেল ২’ এবং ‘মাইসা’-তে। অন্যদিকে, বিজয় গত বছর ‘কিংডম’-এ অভিনয় করেছেন এবং সামনে তাঁর ‘রাউডি জনর্ধন’ মুক্তি পাবে। এছাড়াও অভিনেতার ঝুলিতে আরও একটি সিনেমা রয়েছে যার নাম এখনও ঠিক করা হয়নি। তবে তারকাদের সিনেমার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের উৎসাহ বেশি, একথা বলাই বাহুল্য।