কক্সবাজারের টেকনাফ উপকূলের সাগর থেকে মিয়ানমারে পাচারের চেষ্টা করা ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে একটি ট্রলারসহ পাচারচক্রের ১১ জন সদস্যকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় একটি মাছ ধরার ট্রলারের চলাচল সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ডের টহল দল ট্রলারটিকে থামার নির্দেশ দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে।
পরিস্থিতি আঁচ করতে পেরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া চালান এবং কিছু সময়ের মধ্যেই ট্রলারটি আটক করতে সক্ষম হন। পরে তল্লাশিতে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৩৭ হাজার টাকা। আটক ব্যক্তিরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জব্দ করা সিমেন্ট ও ট্রলারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় একটি মাছ ধরার ট্রলারের চলাচল সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ডের টহল দল ট্রলারটিকে থামার নির্দেশ দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে।
পরিস্থিতি আঁচ করতে পেরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া চালান এবং কিছু সময়ের মধ্যেই ট্রলারটি আটক করতে সক্ষম হন। পরে তল্লাশিতে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৩৭ হাজার টাকা। আটক ব্যক্তিরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জব্দ করা সিমেন্ট ও ট্রলারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।