রাবি পাঠক ফোরামের নতুন দায়িত্বে ছাব্বির-শাওন

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:৩০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:৩০:১৯ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের ৩৪তম  কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উর্দু বিভাগের শিক্ষার্থী মো: ছাব্বির হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মো: শাওন সরকার। 

১৮ জানুয়ারি পাঠক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো: এনামুল হক এর  উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি-১ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সজল আহম্মেদ, সহ-সভাপতি-২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়েশা সিদ্দিকা জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরবি বিভাগের মো. হানিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজীব শেখ সাইদুল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা, সানজিদা খাতুন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কোষাধ্যক্ষ মো. ইউনুস আলি ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগ, প্রচারবিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট, সহ-প্রচার সম্পাদক মো. জাকারিয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক উম্মে আম্মারা সৌদা মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, সহ-সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক মো. আবু জোবায়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ, কারিগরিবিষয়ক সম্পাদক মোরশেদুর রহমান রুপক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, সহ-কারিগরি বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান সাবিত ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ, প্রকাশনা সম্পাদক নুরিন ইসলাম নিরা বাংলা বিভাগ, সহ-প্রকাশনা সম্পাদক এইচ. এম. ফৌউজুল করিম রাইয়ান সমাজকর্ম বিভাগ, দপ্তর সম্পাদক ধ্রুব বর্মণ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সহ-দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন উর্দু বিভাগ, পাঠকক্ষ সম্পাদক মো. আশিক আলি ইসলামিক স্টাডিজ বিভাগ। এছাড়াও কার্যকরী সদস্য-১ মো. আমিরুল ইসলাম ফোকলোর এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং কার্যকরী সদস্য-২ মোছা. সাহিদা বিনতে সালেহ ফোকলোর এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

উল্লেখ্য,  রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে ৩৭ বছর অতিক্রম করতে যাচ্ছে এই সংগঠন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]