চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট- সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময়

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখাসহ নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস; চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান; মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া; স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ; সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় এবং মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোটে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও ফেয়ার নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হলেও আমরা তা দৃঢ়ভাবে গ্রহণ করেছি।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটই আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা। এ লক্ষ্য অর্জনে প্রশাসনকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে সেনাবাহিনীসহ মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]