রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৭:৩১ অপরাহ্ন
রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত সোনিয়ার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর মানিকা বেপারী বাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল বেপারী।
 
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত সোনিয়া। রাতে গৃহকর্তার মেয়ে বাসার ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সোনিয়াকে ঝুলন্ত দেখতে পায়।
 
এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
এসআই দীন বন্ধু রায় আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ওপর অভিমান করে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]