ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেছেন, নির্বাচিত হলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গায় একটি স্থায়ী অফিসের ব্যবস্থা করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
জাহিদুর রহমান জাহিদ বলেন, ‘শ্রমিক ইউনিয়নের ঘরের জায়গা আমার বাপের নয়। আমি নির্বাচিত হলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গার ব্যবস্থা করে দেব। আপনারা সেখানে আপনাদের অফিস পরিচালনা করবেন।’ তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি প্রদীপ সাহার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক মেয়র মোকলেসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মাহমুদুল নবী পান্না বিশ্বাস, জামায়াতে ইসলামীর পৌর সম্পাদক আব্দুল মাতিন বিশ্বাস, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সম্পাদক কামাল পারভেজ এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গোলাম রব্বানী পারভেজ।
শেষে নবনির্বাচিত কমিটির ৯ সদস্যকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে একই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
জাহিদুর রহমান জাহিদ বলেন, ‘শ্রমিক ইউনিয়নের ঘরের জায়গা আমার বাপের নয়। আমি নির্বাচিত হলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জন্য সরকারি জায়গার ব্যবস্থা করে দেব। আপনারা সেখানে আপনাদের অফিস পরিচালনা করবেন।’ তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি প্রদীপ সাহার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক মেয়র মোকলেসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মাহমুদুল নবী পান্না বিশ্বাস, জামায়াতে ইসলামীর পৌর সম্পাদক আব্দুল মাতিন বিশ্বাস, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সম্পাদক কামাল পারভেজ এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গোলাম রব্বানী পারভেজ।
শেষে নবনির্বাচিত কমিটির ৯ সদস্যকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে একই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।