আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৭:২৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৭:২৫:৩২ অপরাহ্ন
রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত বহুল প্রতীক্ষিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাটকীয় ও দাপুটে জয়ে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে টেলিভিশন ক্যাপিটালসের মাথায়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে নগরীর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বেতার ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। ফাইনালের শুরু থেকেই মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের ছাপ। টেলিভিশন ক্যাপিটালস ও বেতার ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াই যেন পুরো টুর্নামেন্টের উত্তাপ এক ম্যাচেই উজাড় করে দেয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বেতার ওয়ারিয়র্স শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ক্যাপিটালসের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে তারা ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। নির্ধারিত ১০ ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ৭১ রানে। ইনিংসের কোনো পর্যায়েই বড় জুটি গড়তে না পারায় প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে ব্যর্থ হয় বেতার ওয়ারিয়র্স।

জয়ের লক্ষ্যে টেলিভিশন ক্যাপিটালস শুরু থেকেই পরিণত ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের পরিচয় দেয়। ওপেনাররা ধৈর্য ধরে ইনিংস সাজান এবং প্রয়োজন অনুযায়ী রান তুলতে থাকেন। মাঝের ওভারগুলোতে ঝুঁকিমুক্ত ক্রিকেট খেলে স্কোরবোর্ড সচল রাখেন তারা। বোলারদের ওপর অযথা চাপ না নিয়ে হিসেবি ব্যাটিংয়ের মাধ্যমে মাত্র এক উইকেট হারিয়ে ৭ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে উল্লাসে মাতে টেলিভিশন ক্যাপিটালস শিবির। জয়ের মুহূর্তে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও করতালির ঝড়। খেলোয়াড়দের উল্লাস, সতীর্থদের অভিনন্দন আর সমর্থকদের আনন্দঘন চিৎকারে প্রাণবন্ত হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ। ফাইনালের এই সাফল্য শুধু একটি ম্যাচের জয় নয়, বরং পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন- এমনটাই মনে করছেন উপস্থিত ক্রীড়া-অনুরাগীরা।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অতিথিরা টুর্নামেন্টের আয়োজন, শৃঙ্খলা ও খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল বলেন, রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং পেশাগত ঐক্য জোরদার করতেই এই মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা তৈরি হয়, যা পেশাগত দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি বলেন, মাঠের এই সৌহার্দ্য বাস্তব কর্মক্ষেত্রেও ঐক্য ও সহযোগিতার প্রতিফলন ঘটাবে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা যাতে কোনো সংকটে একা না থাকেন, সে বিষয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সবসময় সদস্যদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিতে আয়োজিত প্রথম দিনের ম্যাচগুলোতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, নাটকীয়তা ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই পর্দা নামলো সাংবাদিকদের এই বহুল আলোচিত ও প্রতিযোগিতামূলক মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের, যার স্মৃতি দীর্ঘদিন ধরে ক্রীড়াপ্রেমীদের মনে জাগরুক থাকবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]