রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ জানুয়ারি) নগরীর বেলপুকুর, এয়ারপোর্ট, বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা থানা ও ডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাসিম (২৮), মোঃ ফেরেদুল ইসলাম (৪৭), মোঃ মুরসালিন রেজা (২৯), মোঃ নয়ন (৩৫) ও মোসাঃ ফাতেমা বানু (২৯)।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) নগরীর বেলপুকুর, এয়ারপোর্ট, বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা থানা ও ডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাসিম (২৮), মোঃ ফেরেদুল ইসলাম (৪৭), মোঃ মুরসালিন রেজা (২৯), মোঃ নয়ন (৩৫) ও মোসাঃ ফাতেমা বানু (২৯)।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।