আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে কল্যাণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৬:৪৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৬:৪৭:৪০ অপরাহ্ন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টায় রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।

সভায় আইজিপি বাহারুল আলম অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন ও নিবেদন মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং বাহিনীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা সভায় অংশ নেন।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি বলেন, এ ধরনের কল্যাণ সভার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা ও প্রত্যাশা সরাসরি শোনার সুযোগ তৈরি হয়। এতে বাহিনীর শৃঙ্খলা, পেশাগত সক্ষমতা ও জননিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]