তানোরে সম্পত্তি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে জখম

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:২৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:২৪:৩৩ অপরাহ্ন
রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

রোববার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে,উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর মৌজার ৮৭৬ ও ৮৭৭ নম্বর দাগে ২০ শতক জমি নিয়ে অমৃতপুর গ্রামের আমেদ আলী ও তোফাজ্জুল এর মদ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন উভয় পক্ষের কথা কাটাকাটি চলছিল এসময় কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তোফাজ্জুল ও সাখাওয়াত আলীর নেতৃত্বে উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদ মামুন পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া, লোহার শাবল ইত্যাদি নিয়ে  হামলা ও মারপিট করে। এতে আমেদ আলী (৫৫), কোহিনূর বিবি (৪৫) ও মিমি আক্তার মিতু (১৮) আহত হয়েছে।এদের মধ্যে আমেদ আলীর আঘাত গুরুত্বর হওয়ায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন তৈরীর সময় তানোর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।

এবিষয়ে জানতে চাইলে এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদ মামুন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন। এবিষয়ে জানতে চাইলে আমেদ আলী বলেন,তাকে হত্যার উদ্দেশ্য কৃষক লীগ নেতা তুফাজ্জুল ও সাখাওয়াতের নেতৃত্বে মামুন হামলা করেছে। তিনি এর  বিচার চান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]