‘পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ’, হঠাৎ এআর রহমানের উপর চড়াও হলেন কেন কঙ্গনা?

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:০৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:০৫:২১ অপরাহ্ন
সম্প্রতি অস্কারজয়ী সুরকার এআর রহমান অভিযোগ জানিয়েছেন, গত আট বছরে বহু কাজ হারিয়েছেন তিনি। তার জন্য দায়ী করেছেন বলিউডের অন্দরে থাকা কুসংস্কার বা ধর্মীয় বিভাজনকে। তাঁর কথায়, “গত আট বছরে ক্ষমতাবদলের পর থেকে এ সব হয়েছে। কারণ, ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে যাঁরা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনওটাই আমার মুখের উপরে কেউ বলেনি।” নাম না করে রহমান অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে। এই প্রসঙ্গে এ বার রহমানের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রনৌত।

কঙ্গনার অভিযোগ যেমন নসাৎ করেন, একই সঙ্গে তিনি রহমানের দিকেও আঙুল তোলেন। তিনি রহমানকে ‘পক্ষপাতদুষ্ট মানুষ’ বলে দাগিয়ে দেন। রহমানের কাজ না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কঙ্গনা নিজের কষ্টের কথা সমাজমাধ্যমে তুলে ধরেছেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি বিজেপিকে সমর্থন করি বলে চলচ্চিত্রজগতে আমাকে অনেক পক্ষপাতের মুখোমুখি হতে হয়। তবুও আমি বলতে চাই যে আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও দ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আমি আমার পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবির চিত্রনাট্যটা শোনাতে চেয়েছিলাম। গল্প পড়া তো দূরস্থান, আপনি আমার সঙ্গে দেখা করতেও অস্বীকার করেছিলেন। আমাকে বলা হয়েছিল যে, আপনি কোনও একপেশে প্রচারমূলক ছবি অংশ হতে চান না।’’

তবে কঙ্গনা ছাড়াও রহমানের এ হেন মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত শিল্পী শান-সহ অনেকেই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]