রাজশাহী নগরীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ লিটার দেশীয় মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৪১), একই থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে মোঃ আহাদ আলী ওরফে স্বপন (৩৩), ও পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে আলমগীর কবির (৩১)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৯টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত শাহমখদুম থানা ও পবা থানা এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদক-সহ তাদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
শুক্রবার তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৪১), একই থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে মোঃ আহাদ আলী ওরফে স্বপন (৩৩), ও পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে আলমগীর কবির (৩১)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৯টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত শাহমখদুম থানা ও পবা থানা এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদক-সহ তাদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
শুক্রবার তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।