মিডিয়া কাপ-২০২৬: বার্নার্সকে উড়িয়ে সেমিফাইনালে ডিজিটাল লায়ন্স

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৭:৩৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৭:৩৭:২৭ অপরাহ্ন
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত দুই দিনব্যাপী মিডিয়া কাপ-২০২৬-এর প্রথম ম্যাচে মাল্টিমিডিয়া বার্নার্সকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিজিটাল লায়ন্স। আবু বকর সৈকতের দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে ৫বল হাতে রেখেই জয় পায় দলটি।

শনিবার জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাল্টিমিডিয়া বার্নার্স ১০ ওভারে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে ডিজিটাল লায়ন্স ৯ ওভার ১ বলে ১৪৬ রান তুলে নেয়। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান আবু বকর সৈকত, যিনি ব্যাট হাতে ১২৫ রান করেন।

ম্যাচ শেষে আবু বকর সৈকত বলেন, দলের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। টিম ম্যানেজার ও অধিনায়কসহ সবাইকে ধন্যবাদ।
দলের অধিনায়ক এম শামীম বলেন, দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করেছি। শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছিলাম। কিন্তু আবু বকর সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে পরিস্থিতি আমাদের পক্ষে আসে। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই জয় পেয়েছি। ইনশাআল্লাহ সেমিফাইনাল ও ফাইনালেও জয়ের প্রত্যাশা রাখছি।

টিম ম্যানেজার কামরুজ্জামান বাদশা বলেন, প্রথম ম্যাচেই রোমাঞ্চকর একটি দিন গেল। টেনশন আর উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ করেছি। দলের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা। বাকি ম্যাচগুলোতেও ভালো করার ব্যাপারে আশাবাদী।

দলের প্লেয়ার সিনিয়র সাংবাদিক মাসুদ রানা রাব্বানী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ও টেনশনমুক্ত মাথা রেখে আমাদের টিমের খেলোয়াড়রা আগামী কাল রবিবার আজকের মতো ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে জয় সুনিশ্চিত। 

আগামীকাল রোববার একই ভেন্যুতে পরবর্তী ম্যাচে ডিজিটাল লায়ন্স মুখোমুখি হবে বেতার ওয়ারিয়র্সের।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]