ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থানে রাবি প্রশাসন

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৮:১৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৮:১৮:৪৪ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫/২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয়বারের মতো রাজশাহী ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে আবেদন করেছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘সি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২২৫ জন।

আগামীকাল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। আগামী ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে এবং ২৪ জানুয়ারি এক শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার বিষয়ে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০টি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য রাখা হয়েছে ১১টি টেন্ট ও সুপেয় পানির ব্যবস্থা। সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি একাডেমিক ভবনের প্রবেশপথে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল গাইড সদস্যরা দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মীদের পাশাপাশি ৬০ জন কোয়ান্টাম সদস্য ও স্বেচ্ছাসেবক কাজ করবেন। এছাড়া সিনেট ভবনের সামনে অস্থায়ী পুলিশ কন্ট্রোল বক্স স্থাপন করা হয়েছে।

ভর্তি জালিয়াতি ও প্রক্সি পরীক্ষায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষার্থীদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এ বছর একটিমাত্র প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা ডাউনলোডের সুযোগ থাকবে। অস্পষ্ট সেলফির কারণে যাদের প্রবেশপত্র ইস্যু হয়নি, তারা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত আইসিটি সেন্টারে যোগাযোগ করে সেলফি ও ছবি আপলোডের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]