SIR শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে বাড়ছে আলোচনার পারদ। সাধারণ নাগরিকের পাশাপাশি একের পর এক সেলিব্রিটিদের কাছেও পৌঁছচ্ছে নোটিস। কবি, অভিনেতা, জনপ্রতিনিধি থেকে ক্রিকেটার, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একসঙ্গে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের এই প্রক্রিয়ায়। SIR শুনানিকে ঘিরে ক্রমেই বড় হচ্ছে তালিকা। সেই তালিকায় তৃণমূল সাংসদ-অভিনেতা দেব থেকে শুরু করে ক্রিকেটার মহম্মদ শামির নামও উঠে আসতে দেখা যায়। সোমবার SIR শুনানিতে হাজিরা দেন অভিনেত্রী লাবণী সরকার ও তাঁর স্বামী, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ও। আরও অনেকেই পাচ্ছেন ডাক। এবার সেই তালিকায় নাম যুক্ত হল অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর।
ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করে এখন তিনি সকলের মনে রাজত্ব করছেন। বড়পর্দা থেকে ওটিটি, একাধিক কাজে দর্শকদের মন জয় করেছেন সৌমিতৃষা কুন্ড। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই সক্রিয় থাকেন তিনি। শেয়ার করে নেন বেশ কিছু মিষ্টি মুহূর্ত।
সদ্য মুক্তি পেয়েছে নায়িকার কালরাত্রী ২ সিরিজ। তার প্রচার কাজেই এখন ব্যস্ত নায়িকা। তার মাঝেই পেলেন ডাক। মাত্র পাঁচদিন আগে বিস্তারে সবটা জানানো হয় তাঁকে। গুচ্ছের কমিটমেন্টের মাঝে কীভাবে সবটা সামলাবেন, তা নিয়েও রয়েছেন চিন্তায়।
২০ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। টলিপাড়ার একাধিক স্টারের কাছে এভাবেই শেষ মুহূর্তের ডাক পৌঁছে যাচ্ছে। সমন পাচ্ছেন অনেকেই। সময় মতো হাজিরও হচ্ছেন তাঁরা। জমা দিচ্ছেন প্রয়োজনীয় তথ্য। প্রাথমিক বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে কোনও তথ্য সমস্যা দেখা গেলে তাঁদের কাছে সমন পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ ছিল তেমনটাই। যদিও এই কাজের পদ্ধতি নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় সিইও অফিসে গিয়ে এই নিয়ে প্রশ্ন তোলেন।
প্রবীণ নাগরিকদের হেনস্থা করা, মানুষের অসুস্থ হয়ে পড়া, অযথা ভয় সৃষ্টি হওয়া, এহেন নানাবিধ বিষয় আলোচনায় তুলে ধরেন পরমব্রত। সেই সুরে একপ্রকার সুর মেলাচ্ছেন সকলেই। SIR পদ্ধতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ঘিরে অভিযোগ তুলেছেন অনেকেই।
ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করে এখন তিনি সকলের মনে রাজত্ব করছেন। বড়পর্দা থেকে ওটিটি, একাধিক কাজে দর্শকদের মন জয় করেছেন সৌমিতৃষা কুন্ড। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই সক্রিয় থাকেন তিনি। শেয়ার করে নেন বেশ কিছু মিষ্টি মুহূর্ত।
সদ্য মুক্তি পেয়েছে নায়িকার কালরাত্রী ২ সিরিজ। তার প্রচার কাজেই এখন ব্যস্ত নায়িকা। তার মাঝেই পেলেন ডাক। মাত্র পাঁচদিন আগে বিস্তারে সবটা জানানো হয় তাঁকে। গুচ্ছের কমিটমেন্টের মাঝে কীভাবে সবটা সামলাবেন, তা নিয়েও রয়েছেন চিন্তায়।
২০ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। টলিপাড়ার একাধিক স্টারের কাছে এভাবেই শেষ মুহূর্তের ডাক পৌঁছে যাচ্ছে। সমন পাচ্ছেন অনেকেই। সময় মতো হাজিরও হচ্ছেন তাঁরা। জমা দিচ্ছেন প্রয়োজনীয় তথ্য। প্রাথমিক বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে কোনও তথ্য সমস্যা দেখা গেলে তাঁদের কাছে সমন পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ ছিল তেমনটাই। যদিও এই কাজের পদ্ধতি নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় সিইও অফিসে গিয়ে এই নিয়ে প্রশ্ন তোলেন।
প্রবীণ নাগরিকদের হেনস্থা করা, মানুষের অসুস্থ হয়ে পড়া, অযথা ভয় সৃষ্টি হওয়া, এহেন নানাবিধ বিষয় আলোচনায় তুলে ধরেন পরমব্রত। সেই সুরে একপ্রকার সুর মেলাচ্ছেন সকলেই। SIR পদ্ধতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ঘিরে অভিযোগ তুলেছেন অনেকেই।