বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি দলের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।
সাক্ষাৎকারটি সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সাক্ষাৎকারটি সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সূত্র জানায়, বিকেলে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক। তিনি সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে নিজের বাসভবনে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে তিনি সবার আগে বাংলাদেশ’ নামের বাসে করে যমুনার পথে রওনা হন।
এটি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। গত বছরের জুনে লন্ডনে প্রথমবার তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন নিয়ে আলোচনা করেন। এর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরেও তারেক ও প্রধান উপদেষ্টার মধ্যে ফোনালাপ হয়েছিল।
সাক্ষাৎকে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ সংলাপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে; বিশেষ করে ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে।