বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সম্পর্ক নিয়ে জোর জল্পনায় সরগরম টিনসেল টাউন। কৃতী স্যাননের বোন নুপূর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া একাধিক ভিডিও ও ছবি ঘিরেই এই গুঞ্জনের সূত্রপাত। ঠিক সেই সময়ই তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের একটি ইঙ্গিতপূর্ণ ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। ককটেল পার্টিতে তাঁদের আলাপচারিতা, পাশাপাশি দিশার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের একটি ভিডিও, যেখানে পাপারাজ্জিদের ফ্ল্যাশ থেকে গায়ককে আড়াল করতে দেখা যায় মৌনীকে, সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এসব দৃশ্য ঘিরেই বিটাউনে প্রেমের জল্পনা জোরদার হয়।
এমন আবহেই সোনি কৌর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নাম না করে একটি সতর্কতামূলক বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এটা শুধু এইচআইভি বা যৌনরোগের বিষয় নয়; কিছু মানুষ অভিশাপ ও দুর্ভাগ্যও বয়ে আনে। রাতে কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তবে পোস্টে কারও নাম উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা ও জল্পনা ছড়ালেও কোনও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
উল্লেখযোগ্যভাবে, এই গুঞ্জন ও পোস্টের প্রেক্ষিতে দিশা পাটানি বা তালবিন্দর সিং সিধু, কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনও পুরোপুরি সোশ্যাল মিডিয়া-নির্ভর আলোচনা ও অনুমানের স্তরেই রয়েছে।
তালবিন্দর সিং সিধু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দুনিয়ার পরিচিত মুখ। গায়ক হওয়ার পাশাপাশি তিনি সুরকার ও সঙ্গীত প্রযোজক হিসেবেও কাজ করেন। শৈশবের একটি সময় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কাটানো তালবিন্দর হিপহপসহ বিভিন্ন পশ্চিমী ঘরানার সঙ্গীতের সঙ্গে সেখানেই পরিচিত হন। ২০১৮ সালে সঙ্গীতজগতে আত্মপ্রকাশের পর গাহ, ধুন্ধলা, খয়াল, নাশা, হাসান রহিমের সঙ্গে যৌথভাবে করা উইশেস, ‘তু’ ও ‘ফাঙ্ক সং-এর মতো একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি, যা নবীন প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
সব মিলিয়ে, নুপূর স্যাননের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাইরাল হওয়া ভিডিও ও একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট, এই দুইয়ের জেরেই দিশা পাটানি ও তালবিন্দর সিং সিধুর সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। তবে সরকারিভাবে নিশ্চিত কোনও তথ্য না থাকায়, বিষয়টি আপাতত বলিউডের মুখরোচক গসিপ হিসেবেই আলোচনায় রয়েছে।
বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। ককটেল পার্টিতে তাঁদের আলাপচারিতা, পাশাপাশি দিশার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের একটি ভিডিও, যেখানে পাপারাজ্জিদের ফ্ল্যাশ থেকে গায়ককে আড়াল করতে দেখা যায় মৌনীকে, সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এসব দৃশ্য ঘিরেই বিটাউনে প্রেমের জল্পনা জোরদার হয়।
এমন আবহেই সোনি কৌর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নাম না করে একটি সতর্কতামূলক বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এটা শুধু এইচআইভি বা যৌনরোগের বিষয় নয়; কিছু মানুষ অভিশাপ ও দুর্ভাগ্যও বয়ে আনে। রাতে কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তবে পোস্টে কারও নাম উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা ও জল্পনা ছড়ালেও কোনও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
উল্লেখযোগ্যভাবে, এই গুঞ্জন ও পোস্টের প্রেক্ষিতে দিশা পাটানি বা তালবিন্দর সিং সিধু, কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনও পুরোপুরি সোশ্যাল মিডিয়া-নির্ভর আলোচনা ও অনুমানের স্তরেই রয়েছে।
তালবিন্দর সিং সিধু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দুনিয়ার পরিচিত মুখ। গায়ক হওয়ার পাশাপাশি তিনি সুরকার ও সঙ্গীত প্রযোজক হিসেবেও কাজ করেন। শৈশবের একটি সময় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কাটানো তালবিন্দর হিপহপসহ বিভিন্ন পশ্চিমী ঘরানার সঙ্গীতের সঙ্গে সেখানেই পরিচিত হন। ২০১৮ সালে সঙ্গীতজগতে আত্মপ্রকাশের পর গাহ, ধুন্ধলা, খয়াল, নাশা, হাসান রহিমের সঙ্গে যৌথভাবে করা উইশেস, ‘তু’ ও ‘ফাঙ্ক সং-এর মতো একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি, যা নবীন প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
সব মিলিয়ে, নুপূর স্যাননের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাইরাল হওয়া ভিডিও ও একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট, এই দুইয়ের জেরেই দিশা পাটানি ও তালবিন্দর সিং সিধুর সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। তবে সরকারিভাবে নিশ্চিত কোনও তথ্য না থাকায়, বিষয়টি আপাতত বলিউডের মুখরোচক গসিপ হিসেবেই আলোচনায় রয়েছে।