প্রথম ছবিতেই কটাক্ষ তবু অভিনয়ের পথেই অটল সুহানা খান

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:২৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:২৩:২৭ অপরাহ্ন
বলিউডে আত্মপ্রকাশের শুরুতেই সমালোচনার মুখে পড়েছিলেন সুহানা খান। জোয়া আখতারের ‘আর্চিজ়’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সফর শুরু করা শাহরুখ-কন্যাকে প্রথম ছবিতেই কটাক্ষের শিকার হতে হয়। ‘শাহরুখ খানের মেয়ে হয়েও এমন অভিনয়? এমন প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সমালোচনার পরোয়া না করে অভিনয়কেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছেন সুহানা।

সুহানা খানের মতে, অভিনয় তাঁর ভালবাসার জায়গা। সেই কারণেই সমস্ত বাধা পেরিয়ে তিনি এই পথেই এগিয়ে যেতে চান। আগামী দিনে শাহরুখ খানের প্রযোজনা ও অভিনীত ছবি ‘কিং’-এ তাঁকে দেখা যাবে, যা তাঁর প্রথম বড়পর্দার ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে এই যাত্রা সহজ ছিল না। একসময় মনের মতো চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সুহানা। সেই অভিজ্ঞতাই তাঁকে বুঝিয়ে দেয়, অভিনয়ের প্রতি তাঁর ভালবাসা কতটা গভীর। শৈশব থেকেই স্কুলের নাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একটি নাটকে পছন্দের চরিত্রে অভিনয়ের ইচ্ছা থাকলেও, অডিশন দিয়েও সেই সুযোগ পাননি। শেষ পর্যন্ত কোরাসে জায়গা পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরে নিজেই স্বীকার করেন, সেই দিনই উপলব্ধি করেছিলেন, মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয়ের প্রতি তাঁর টান কতটা প্রবল।

অভিনয়ের পথে সুহানাকে অনবরত উৎসাহ দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। চলচ্চিত্র সূত্রে খবর, ‘কিং’ ছবির জন্য মেয়ের অ্যাকশন দৃশ্য নিখুঁত করতে কোনও খামতি রাখছেন না অভিনেতা। শুটিং সেটকেই নাকি কার্যত প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করেছেন তিনি। ব্যক্তিগতভাবে সুহানাকে অ্যাকশন ও যুদ্ধদৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ। অন্যদিকে, সুহানাও একজন নিষ্ঠাবান শিক্ষার্থীর মতো সেই প্রশিক্ষণ মেনে নিচ্ছেন।

সমালোচনা, ব্যর্থতা ও প্রত্যাশার চাপ, সবকিছু ছাপিয়ে অভিনয়ের প্রতি দায়বদ্ধতাই সুহানা খানের এগিয়ে চলার মূল শক্তি বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]