রাজশাহী নগরীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর চন্দ্রিমা থানার ১৯ ও নগরীর বোয়ালিয়া থানার ঘোষপাড়া (৮ নং ওয়ার্ড) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এ সময় স্থানীয় এলাকার সাধারণ জনগণ ও দোয়া মাহফিল ও খাবার বিতরণে অংশ নেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।
বৃহস্পতিবার বাদ আসর চন্দ্রিমা থানার ১৯ ও নগরীর বোয়ালিয়া থানার ঘোষপাড়া (৮ নং ওয়ার্ড) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এ সময় স্থানীয় এলাকার সাধারণ জনগণ ও দোয়া মাহফিল ও খাবার বিতরণে অংশ নেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।