নগরীতে নারীসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৮জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার রাতভর নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও দেশীয় মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারতরা হলো: মোছাঃ ময়না বেগম (৪০), মোঃ শাকিল (২০), মাবিয়া (৪২), মোঃ রাহাদ আহমেদ রাফি (২৯), মোঃ রাকিবুল ইসলাম জাহিদ (৩০), মোঃ আবুল কালাম আজাদ (৪০), মোঃ রাজা হোসেন (৩০) ও মোঃ রাকিব মিয়া (২৯)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বুধবার ১৪ জানুয়ারি পুলিশের অভিযানে ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ৩ হাজার মিলিলিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]