বাঘা উপজেলার আলাইপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন রাজশাহী জেলা আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সাঈদ চাঁদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে আলাইপুর গাবতলী বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সাঈদ চাঁদ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, মনোবল বৃদ্ধি এবং একাত্মবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজে সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেয়।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচিতে যুবসমাজকে সম্পৃক্ত করা হলে তাদের সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতা বাড়ে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অনস্বীকার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাঘা পাকুরিয়া ৩ নম্বর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সভাপতি, যুবনেতা রাকিব মন্ডল ও সুমন মন্ডল, রাজশাহী ২৪ নম্বর ওয়ার্ড যুবনেতা মোহাম্মদ রানা শেখ, মনিগ্রাম বিএনপির সভাপতি রিয়াল মন্ডল, হায়দার মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষক শহিদুল মাস্টার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও দর্শক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন, যা স্থানীয়দের প্রশংসা কুড়ায়।
সংশ্লিষ্টদের মতে, রাজশাহী অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। স্কুল-কলেজ পর্যায়ে এসব কর্মসূচি স্থানীয় সম্প্রদায় ও সামাজিক সংগঠনের সমন্বয়ে পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে আলাইপুর গাবতলী বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সাঈদ চাঁদ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, মনোবল বৃদ্ধি এবং একাত্মবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজে সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেয়।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচিতে যুবসমাজকে সম্পৃক্ত করা হলে তাদের সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতা বাড়ে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অনস্বীকার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাঘা পাকুরিয়া ৩ নম্বর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সভাপতি, যুবনেতা রাকিব মন্ডল ও সুমন মন্ডল, রাজশাহী ২৪ নম্বর ওয়ার্ড যুবনেতা মোহাম্মদ রানা শেখ, মনিগ্রাম বিএনপির সভাপতি রিয়াল মন্ডল, হায়দার মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষক শহিদুল মাস্টার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও দর্শক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন, যা স্থানীয়দের প্রশংসা কুড়ায়।
সংশ্লিষ্টদের মতে, রাজশাহী অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। স্কুল-কলেজ পর্যায়ে এসব কর্মসূচি স্থানীয় সম্প্রদায় ও সামাজিক সংগঠনের সমন্বয়ে পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।