মেরি কমের বিরুদ্ধে পরকীয়ার পাল্টা অভিযোগ আনলেন প্রাক্তন স্বামী

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৭:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৭:৪৯ পূর্বাহ্ন
ভারতীয় অলিম্পিয়ান বক্সার মেরি কমের বিরুদ্ধে প্রাক্তন স্বামী কারুং অনলার মারাত্মক অভিযোগ এনেছেন। মেরি কম তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ তোলার পর অনলার পাল্টা দাবি করেন, মেরি কমেরই বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তাদের দাম্পত্য জীবন ব্যাহত হয়েছে।

অনলার জানান, ২০১৩ সালে মেরি কম প্রথমবার একজন জুনিয়র বক্সারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন, যা পরিবারে দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। পরে তারা সমঝোতায় আসেন এবং কয়েক বছর সাধারণভাবে জীবন যাপন করেন। তবে ২০১৭ সালে মেরি কম আবার তাঁর বক্সিং অ্যাকাডেমিতে কর্মরত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক শুরু করেন। প্রমাণ হিসেবে অনলার দাবি করেছেন, ওই সম্পর্কের ওয়াটসঅ্যাপ মেসেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তির নাম তার কাছে আছে।

তিনি বলেন, মেরি আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, তা আলোচনা করব। অতীত ভুলে যদি সে এগিয়ে যেতে চায়, তাতে আমার কোনও সমস্যা নেই। তবে আমার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করা মেনে নিতে পারি না। অভিযোগ করতে হলে প্রমাণ দেখাতে হবে। আমি জানি সে কোথায় এবং কার সঙ্গে থাকে।

অন্যদিকে মেরি কমের অভিযোগে তিনি তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পত্তি লেনদেন ও কোটি টাকার প্রতারণা করেছেন বলে দাবি করেছিলেন। অনলার এটিও সম্পূর্ণ ভুয়ো দাবি করে বলেন, মেরি আমার নাম সম্পত্তি থেকে মুছে ফেলেছে এবং বলেছে আমি পাঁচ কোটি চুরি করেছি। আমাদের ১৮ বছরের বিবাহিত জীবন ছিল। আমি এখন দিল্লিতে ভাড়া বাড়িতে থাকি। ও যা বলুক, তা কেউ শুনবে না।

প্রাক্তন দম্পতির এই দ্বন্দ্ব নতুনভাবে মিডিয়ায় প্রকাশ পেয়েছে, যেখানে আর্থিক ও ব্যক্তিগত জীবন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]