চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো র‌্যাব

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৭:১০ অপরাহ্ন
আর্ত মানবতার সেবায় র‌্যাব শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াপাড়া মুহাম্মাদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০ জন শীতার্ত দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। যেখানে শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন মুহূর্তে র‌্যাব সব সময় জনসাধারণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

র‌্যাবের এই মানবিক উদ্যোগে শীতার্তরা তৃপ্তি প্রকাশ করেছেন এবং স্থানীয়রা জানান, শীতবস্ত্র বিতরণ তাদের দৈনন্দিন জীবন যাত্রাকে সহজ করবে ও শীতের চরম ঠান্ডায় কিছুটা স্বস্তি দেবে।

র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে আরও বলা হয়, শুধুমাত্র সন্ত্রাস দমনই নয়, জনসেবামূলক কাজেও র‌্যাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং দেশের যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে জনসাধারণের বন্ধু হয়ে তাদের পাশে থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]