নগরীতে রাবি ছাত্রলীগ নেতা হাবিব-সহ গ্রেফতার ২৯

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১১:১৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১১:১৯:২৫ অপরাহ্ন
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে রাবি ছাত্রলীগ নেতা আহসান হাবিব-সহ ২৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

অভিযানের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ সংঘটন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ আহসান হাবিবকে (৪১), মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  তিনি  নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার মোঃ মনসুর আলীর ছেলে। 

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ আহসান হাবিব-সহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মধ্যে  ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলায় ৫ জন ও  অন্যান্য অপরাধে জড়িত ১৫ জন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]