রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৫৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৫৪:৩৯ অপরাহ্ন
 

আর্ত মানবতার সেবায় চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাউজান থানাধীন নোয়াপাড়া মোহাম্মদিয়া দরবার শরীফ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে দুপুর ১২টার দিকে শীতার্তদের মাঝে ৩০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষ র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছে র‌্যাব। অপরাধ দমনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই এ বাহিনীর অন্যতম লক্ষ্য।

বাহিনীটি আরও জানায়, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকসহ দেশের যে কোনো সংকটময় মুহূর্তে র‌্যাব সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, জনসেবামূলক কার্যক্রমেও র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করছে।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য বছরের মতো চলতি শীত মৌসুমেও চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]