বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০১-২০২৬ ১০:৪৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ১০:৪৬:১৩ অপরাহ্ন
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন। মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল হুদা, রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল|

এছাড়াও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশ ও জাতীর কল্যানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]