সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:৩৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:৩৩:০৮ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি)  দিনব্যাপী  উপজেলার ৩নং ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে ব্যতিক্রম এ মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়। 

শালমারা দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে প্রতি বছরের মত এবছরও  ইসলামি জালসা উপলক্ষে গ্রামবাসীর আয়োজনে শালামারা বড় দিঘীতে  দিনব্যাপী এ মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়। 

সকাল থেকে দিনব্যাপী  মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেন গ্রামের শত শত মানুষ। এ মাছ ধরা উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা ভীড় করেন পুকুরের চারপাশে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় দিঘীতে  শৌখিন মাছ শিকারীরা কলাগাছের ভেলায় চড়ে তৈইরা জাল দিয়ে মাছ ধরছেন। কেউবা ছোট নৌকায় বসে মাছ ধরছেন। শৌখিন মাছ শিকারীদের জালে ধরা পড়ছে বোয়াল, শোল, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন রকম মাছ। মাছ ধরার আনন্দ উপভোগ করছেন দিঘীর পাড়ে থাকা  শত শত দর্শনার্থী।

শালমারা গ্রামের মোতালেব জানায়, এবছর ৮৩তম শালমারা দাখিল মাদ্রাসার ইসলামী জালসা অনুষ্ঠিত হচ্ছে। জালসার একদিন আগে গ্রামবাসী এ মাছ ধরার আয়োজন করে থাকে। সে দিক দিয়ে প্রায় ৮৩ বছর ধরে  মাছ ধরার এ ঐতিহ্য ধরে রেখেছে গ্রামবাসী।

মাছ শিকারী জয়নাল আবেদীন জানায়, গত এক সপ্তাহ আগে থেকে কলাগাছ কেটে ভেলা তৈরী করে রেখেছিলাম মাছ ধরার জন্য। জালসার আগের দিন মাছ ধরার এই উৎসবে আমরা বাড়তি আনন্দ উপভোগ করি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]