লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:২২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:২২:৪০ অপরাহ্ন
নাটোরের লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের প্রায় ১৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করেছেন ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব,মোঃ ফজলুর রহমান।

শনিবার (১০ জানুযারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দুুয়ারিয়া ইউনিয়নের  ডাঙ্গাপাড়া গ্রামে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সামনে  অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ দেখি। এই তীব্র শীতে এসব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এমডি) জনাব, বজলুর রহমান, প্রকল্প ম্যানেজার সোহেল রানা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]