খেলাধুলার বিকল্প নেই তরুণ সমাজ গঠনে, বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৮:১৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৮:১৬:০৬ অপরাহ্ন
তরুণদের এগিয়ে যাওয়া এবং সুষ্ঠু, সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, আমরা বলে থাকি, খেলাধুলা আমাদের প্রাণ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করে থাকে, যেখানে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭তম আসরটি আরও সুন্দর ও বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হওয়ায় সবাই অনুপ্রাণিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। প্রতিযোগিতাকে কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাকে খেলা হিসেবেই নিতে হবে, যেন কোনো মতপার্থক্য না হয়। এখান থেকে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন ভবিষ্যৎ পথচলায় সহযোগিতা করবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। এছাড়া কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদসহ রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগরীর সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের সন্তানরা এবারের প্রতিযোগিতায় অংশ নেন। ৩৭টি ইভেন্টে মোট ৩০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]