সারা রাত আকাশে জ্বলজ্বল করবে সেই ‘তারা’! আদতে তা কী? কোথায়, কী ভাবে দেখা যাবে

আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:১০:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:১০:১৬ অপরাহ্ন
সন্ধ্যার পরে পূর্ব আকাশে চোখ রাখলেই দেখা যাবে সেই উজ্জ্বল ‘তারা’। পৃথিবীর উত্তর গোলার্ধের যে কোনও স্থান থেকে শনিবার, ১০ জানুয়ারি দেখা যাবে তাকে। সেই উজ্জ্বল ‘তারা’ আসলে বৃহস্পতি। শনিবার সবচেয়ে উজ্জ্বল এবং বড় দেখাবে তাকে।

কেন ১০ জানুয়ারি বৃহস্পতিকে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি বড় দেখাবে? ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, ১৩ মাস পর ‘অপজিশন’ অবস্থানে আসে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি, পৃথিবী, সূর্য একই রেখায় আসে। বৃহস্পতি এবং সূর্যের ঠিক মাঝে থাকে পৃথিবী। এই অবস্থানে পৃথিবীর সবচেয়ে কাছে আসে সে।

নিজের কক্ষপথে কোনও নির্দিষ্ট জায়গায় পৌঁছোতে পৃথিবীর সময় লাগে ১২ মাস। ‘অপজিশন’ অবস্থান থেকে সরে আবার সেই নির্দিষ্ট জায়গায় ১২ মাস পরে পৃথিবী যখন পৌঁছোয়, তত সময়ে বৃহস্পতি খানিকটা সরে যায়। সে কারণে ‘অপজিশন’ অবস্থানে পৌঁছোতে সময় লেগে যায় আরও এক মাস। অর্থাৎ ১৩ মাস পরে আবার ‘অপজিশন’ অবস্থানে আসে পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি।

চলতি বছর ১০ জানুয়ারি ‘অপজিশন’ অবস্থানে আসবে বৃহস্পতি। সূর্যের আলো সরাসরি বৃহস্পতির গায়ে পড়বে। ফলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আরও উজ্জ্বল দেখাবে। পূর্ণিমার সময়ে যে ভাবে চাঁদকে উজ্জ্বল দেখায়, সে ভাবেই সূর্যের আলোয় বৃহস্পতি উজ্জ্বল হবে, আলোকিত হবে। আর সেই উজ্জ্বল দিক পৃথিবীর দিকে থাকবে। ফলে দেখতে ভাল লাগবে।

কখন, কী ভাবে দেখা যাবে?

সূর্যাস্তের পরেই পূর্ব আকাশে তাকালে দেখা যাবে উজ্জ্বল বৃহস্পতিকে। সারা রাত আকাশে আলোকিত হয়ে থাকবে সেই গ্রহ। ২ ইঞ্চির টেলিস্কোপ বা দূরবিন দিয়ে অনায়াসে দেখা যাবে তাকে। রাত ১২টা নাগাদ উঁচু আকাশে আরও ভাল ভাবে দেখা যাবে বৃহস্পতিকে। তখন আরও উজ্জ্বল থাকবে সে। তবে সন্ধ্যায় দিগন্তের কাছে যখন থাকবে, তখন অতটা উজ্জ্বল দেখাবে না বৃহস্পতিকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]