হোটেলের লিফটে আটকে গেল বরসহ ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

আপলোড সময় : ১০-০১-২০২৬ ০১:১২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ০১:১২:০৬ অপরাহ্ন
কিশোরগঞ্জে একটি আবাসিক হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা পড়লে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বরপক্ষের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বরসহ তার আত্মীয়-স্বজনরা কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনে রাত্রিযাপন করেন। শুক্রবার বিকেলে চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার একটি লিফটে ১০ পড়লে এই ঘটনা ঘটে।

হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান, অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে। তবে আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]