গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

আপলোড সময় : ১০-০১-২০২৬ ১২:২৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ১২:২৭:৫১ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় খননকাজে চলমান ভেকুর (মাটি খনন যন্ত্র) দুইটি ব্যাটারি জব্দসহ এস্কেভেটরটি অকেজো করে দেয়া হয়।

শুক্রবার (৯ জানুয়ারী) রাতে পুঠিয়া থানা পুলিশ ফোর্স নিয়ে এ অভিযানে বের হোন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। রাত ১১টায় শুরু হয়ে ১টা পযর্ন্ত চলে অভিযান।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত বলেন, অনুমতি ব্যতিত পুকুর খনন বা ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ পুকুর খনন বা ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে গভীর রাতে উপজেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। সচেতন মহল মনে করছেন, শুধু সরঞ্জাম জব্দ নয়, বরং এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এই ধ্বংসযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ হবে।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]