আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১১:৩৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১১:৩৮:৪৮ অপরাহ্ন
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা: আবদুল আউয়াল। প্রথম অধিবেশনে প্রধান অতিথিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মুহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন এবং আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন।

এ ছাড়া রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসানসহ আরও অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ। প্রথম অধিবেশন পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

দ্বিতীয় অধিবেশনে আরইউজের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর আলোচনা ও পর্যালোচনা শেষে তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। এ অধিবেশনে সংগঠনের সাংগঠনিক ও ভবিষ্যৎ কার্যক্রমসংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় অধিবেশনেও সভাপতিত্ব করেন সভাপতি মুহাঃ আবদুল আউয়াল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]