মাটিকাটা ইউপি বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১০:৫২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১০:৫২:১৭ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী  প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ৯ জানুয়ারি শুক্রবার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির  সাবেক আহ্বায়ক আবদুল মালেক , সহসভাপতি নাসির উদ্দিন বাবু, ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক  বজলুর রশিদ, জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পাইলট, সদস্য টনি জীবন, নাসিম, রবিউল,কাশেমগোদাগাড়ী উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্য সচিব কাওসার, গোগ্রাম ইউনিয়ন (ইউপি) ছাত্রদলের সভাপতি হিমেল ও সাম্পাদক নাসিম প্রমুখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]