প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের আশ্বাসে প্রতারণা: রাজশাহীতে ৬ জন গ্রেফতার

আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৫:৪৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৫:৪৬:২৫ অপরাহ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে একটি অসাধু চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে নগরীর উপশহর সৃজনী সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথ এলাকা থেকে তাদের যৌথভাবে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (৯ জানুয়ারি) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আল মামুন (৪২), মোঃ মাহবুব আলম (৪৬), মোছাঃ আনজুয়ারা খাতুন (২৫), মোঃ জুলফিকার আলী (৪০), মোঃ নয়ন আলী (২৭) এবং রায়হান কবির (৩০)। তাদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় এবং একজনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, শুক্রবার অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেই সরবরাহ করার কথা বলে নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, পরীক্ষার্থীদের এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে চক্রটি।

অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং প্রতারণায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার রায়হান কবির অসুস্থ থাকায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। 

এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা নম্বর-১২, তারিখ ৯/১/২০২৬, দণ্ডবিধির ১৭০, ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে আরও অজ্ঞাতনামা সদস্য জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]