বয়সের ব্যবধানকে কেন্দ্র করে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি অষ্টাদশী এক পড়ুয়া করিনা কুবিলিয়ুটের সঙ্গে তাঁর নাম জড়ানোয় এই বিতর্ক তৈরি হয়েছে। যদিও করিনা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কার্তিককে চেনেন না। এ বিষয়ে অভিনেতা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
সমাজমাধ্যমে এই গুঞ্জন ঘিরে একাধিক ব্যঙ্গাত্মক মিম ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। নেটাগরিকদের একাংশের পাশাপাশি এ বার বলিউডের তারকা-পরিবারের সদস্যরাও সেই ট্রোলিংয়ে পরোক্ষভাবে যুক্ত হয়েছেন বলে দাবি উঠছে। একটি ব্যঙ্গাত্মক মিম-ভিডিয়ো ‘লাইক’ করেছেন অভিনেত্রী জাহ্নবী কপূরের প্রেমিক শিখর পাহাড়িয়া। একই ধরনের একটি মিমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের বোন রাইসা পাণ্ডে।
বর্তমানে করিনা কুবিলিয়ুটের বয়স ১৮ এবং কার্তিক আরিয়ানের বয়স ৩৫, এই বয়সের ব্যবধানকে সামনে রেখেই ট্রোলের ঝড় উঠেছে বলে সমাজমাধ্যমে আলোচনা। ভাইরাল হওয়া একটি মিম-ভিডিয়োয় কার্তিককে বৃদ্ধ রূপে দেখিয়ে দাবি করা হয়েছে, ভবিষ্যতে কম বয়সি নায়িকাদের সঙ্গে অভিনয়ের জন্য তিনি এখন থেকেই ‘জেন-জি’ প্রজন্ম নিয়ে গবেষণা করছেন।
উল্লেখ্য, অতীতে অনন্যা পাণ্ডের সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল। সেই প্রেক্ষিতেই তাঁর বোন রাইসার মিম-ভিডিয়োতে প্রতিক্রিয়া নেটাগরিকদের নজর কেড়েছে। অন্য দিকে, জাহ্নবী কপূরের সঙ্গেও একসময় কার্তিকের নাম জড়িয়েছিল বলে ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা ছিল। ফলে শিখর পাহাড়িয়ার ‘লাইক’ করা মিম নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
নেটাগরিকদের একাংশের মন্তব্য,কার্তিক আরিয়ানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। তাই তাঁকে নিয়ে ট্রোল হওয়াটা অস্বাভাবিক নয়। তবে অভিনেতার অনুরাগীদের দাবি, ইন্ডাস্ট্রির বহিরাগত বলেই কার্তিককে এ ভাবে নিশানা করা হচ্ছে। যাঁরা ট্রোল করছেন, তাঁদের ক্ষেত্রেও একই ধরনের গুঞ্জন থাকলেও তা নিয়ে প্রশ্ন ওঠে না।
এ বিষয়ে কার্তিক আরিয়ান বা সংশ্লিষ্ট তারকাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সমাজমাধ্যমে এই গুঞ্জন ঘিরে একাধিক ব্যঙ্গাত্মক মিম ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। নেটাগরিকদের একাংশের পাশাপাশি এ বার বলিউডের তারকা-পরিবারের সদস্যরাও সেই ট্রোলিংয়ে পরোক্ষভাবে যুক্ত হয়েছেন বলে দাবি উঠছে। একটি ব্যঙ্গাত্মক মিম-ভিডিয়ো ‘লাইক’ করেছেন অভিনেত্রী জাহ্নবী কপূরের প্রেমিক শিখর পাহাড়িয়া। একই ধরনের একটি মিমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের বোন রাইসা পাণ্ডে।
বর্তমানে করিনা কুবিলিয়ুটের বয়স ১৮ এবং কার্তিক আরিয়ানের বয়স ৩৫, এই বয়সের ব্যবধানকে সামনে রেখেই ট্রোলের ঝড় উঠেছে বলে সমাজমাধ্যমে আলোচনা। ভাইরাল হওয়া একটি মিম-ভিডিয়োয় কার্তিককে বৃদ্ধ রূপে দেখিয়ে দাবি করা হয়েছে, ভবিষ্যতে কম বয়সি নায়িকাদের সঙ্গে অভিনয়ের জন্য তিনি এখন থেকেই ‘জেন-জি’ প্রজন্ম নিয়ে গবেষণা করছেন।
উল্লেখ্য, অতীতে অনন্যা পাণ্ডের সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল। সেই প্রেক্ষিতেই তাঁর বোন রাইসার মিম-ভিডিয়োতে প্রতিক্রিয়া নেটাগরিকদের নজর কেড়েছে। অন্য দিকে, জাহ্নবী কপূরের সঙ্গেও একসময় কার্তিকের নাম জড়িয়েছিল বলে ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা ছিল। ফলে শিখর পাহাড়িয়ার ‘লাইক’ করা মিম নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
নেটাগরিকদের একাংশের মন্তব্য,কার্তিক আরিয়ানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। তাই তাঁকে নিয়ে ট্রোল হওয়াটা অস্বাভাবিক নয়। তবে অভিনেতার অনুরাগীদের দাবি, ইন্ডাস্ট্রির বহিরাগত বলেই কার্তিককে এ ভাবে নিশানা করা হচ্ছে। যাঁরা ট্রোল করছেন, তাঁদের ক্ষেত্রেও একই ধরনের গুঞ্জন থাকলেও তা নিয়ে প্রশ্ন ওঠে না।
এ বিষয়ে কার্তিক আরিয়ান বা সংশ্লিষ্ট তারকাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।