নগরীর কাশিয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৯:৫১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৯:৫১:৪০ অপরাহ্ন
রাজশাহী নগরীতে চেকপোস্ট বসিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় অভিনব কায়দায় সিএনজি যোগে হেরোইন পরিবহনের সময় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, নগদ ৩ হাজার ৩৭০ টাকা, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ শারমিন নাহার সিমা (৪০) ও তার স্বামী মোঃ মাসুম রানা (৪২), সে গোদাগাড়ী থানার লস্করহাটি, বাসুদেবপুর গ্রামের মৃত আল মোস্তান মন্ডলের ছেলে। বর্তমানে তারা বোয়ালিয়া থানাধীন কয়েরদারা এলাকায় বসবাস করে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় সিএনজি যোগে হেরোইন পরিবহনের সময় এক দম্পত্তীকে ২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে নিজ এলাকায় এনে বিক্রি করতো। বিক্রয়ের উদ্দেশ্যেই সিএনজি যোগে হেরোইন পরিবহন করছিলো বলেও জানায় তারা।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের কাশিয়াডাঙ্গা থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]