রাজধানীর পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মুসাব্বিরকে স্থানীয়ভাবে নেওয়া হলে পরে পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানিয়েছেন, এ ঘটনায় দুজনকে গুলি করা হয়েছে। একজন মারা গেছেন, আরেকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মুসাব্বিরকে স্থানীয়ভাবে নেওয়া হলে পরে পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানিয়েছেন, এ ঘটনায় দুজনকে গুলি করা হয়েছে। একজন মারা গেছেন, আরেকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।