বলিউড অভিনেত্রী বিপাশা বসু আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন পরিবারকে সঙ্গে নিয়ে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ৪৭ বছরে পা দেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে স্বামী করণ সিং গ্রোভার ও তাঁদের কন্যা দেবীকে নিয়ে মালদ্বীপে পারিবারিক ছুটিতে রয়েছেন তিনি।
জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় বিপাশাকে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের পটভূমিতে এক কাপ চা ও রেড ভেলভেট কেক নিয়ে জন্মদিনের সকাল উপভোগ করছেন তিনি। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় করণ সিং গ্রোভার ও ছোট্ট দেবীর কণ্ঠে ‘হ্যাপি বার্থডে’ গান।
ভিডিওর ক্যাপশনে বিপাশা লেখেন, আমার হৃদস্পন্দনদের ধন্যবাদ বাঁদরটাকে ও আমার ছোট্ট সোনাকে, সঙ্গে যোগ করেন হৃদয় ও নজর কাটার ইমোজি। আরেকটি স্টোরিতে অভিনেত্রী নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, নিজেকে জানাই শুভ জন্মদিন। বছরের আমার অন্যতম প্রিয় দিন। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্যও আন্তরিক কৃতজ্ঞতা।
এদিকে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে করণ সিং গ্রোভার ইনস্টাগ্রামে বিপাশা ও কন্যা দেবীর একটি আদুরে ছবি শেয়ার করেন। আবেগঘন বার্তায় তিনি লেখেন, এই বিশাল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সবচেয়ে কাছের বন্ধু আমার পুরো পৃথিবী। শুভ জন্মদিন আমার মাঙ্কি। প্রতি বছর তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
মালদ্বীপে ছুটির মধ্যেও পরিবারের প্রতি করণের যত্নশীল ভূমিকা নজর কেড়েছে অনুরাগীদের। জন্মদিনের এই উদযাপন আরও একবার তুলে ধরেছে, গ্ল্যামারের বাইরেও বিপাশা বসুর জীবনের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ তাঁর পরিবার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ৪৭ বছরে পা দেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে স্বামী করণ সিং গ্রোভার ও তাঁদের কন্যা দেবীকে নিয়ে মালদ্বীপে পারিবারিক ছুটিতে রয়েছেন তিনি।
জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় বিপাশাকে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের পটভূমিতে এক কাপ চা ও রেড ভেলভেট কেক নিয়ে জন্মদিনের সকাল উপভোগ করছেন তিনি। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় করণ সিং গ্রোভার ও ছোট্ট দেবীর কণ্ঠে ‘হ্যাপি বার্থডে’ গান।
ভিডিওর ক্যাপশনে বিপাশা লেখেন, আমার হৃদস্পন্দনদের ধন্যবাদ বাঁদরটাকে ও আমার ছোট্ট সোনাকে, সঙ্গে যোগ করেন হৃদয় ও নজর কাটার ইমোজি। আরেকটি স্টোরিতে অভিনেত্রী নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, নিজেকে জানাই শুভ জন্মদিন। বছরের আমার অন্যতম প্রিয় দিন। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্যও আন্তরিক কৃতজ্ঞতা।
এদিকে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে করণ সিং গ্রোভার ইনস্টাগ্রামে বিপাশা ও কন্যা দেবীর একটি আদুরে ছবি শেয়ার করেন। আবেগঘন বার্তায় তিনি লেখেন, এই বিশাল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সবচেয়ে কাছের বন্ধু আমার পুরো পৃথিবী। শুভ জন্মদিন আমার মাঙ্কি। প্রতি বছর তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
মালদ্বীপে ছুটির মধ্যেও পরিবারের প্রতি করণের যত্নশীল ভূমিকা নজর কেড়েছে অনুরাগীদের। জন্মদিনের এই উদযাপন আরও একবার তুলে ধরেছে, গ্ল্যামারের বাইরেও বিপাশা বসুর জীবনের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ তাঁর পরিবার।