রাশিয়ান পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্রে

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১২:০০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১২:০০:২৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার (৭ জানুয়ারি) উত্তর আটলান্টিক মহাসাগরে দীর্ঘ দুই সপ্তাহের ধাওয়ার পর ভেনেজুয়েলা-সম্পর্কিত ও রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। মার্কিন ইউরোপীয় কমান্ড ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই অভিযানটি গণমাধ্যমে নিশ্চিত করেছে। 

মার্কিন প্রশাসন ভেনেজুয়েলা তেলের সঙ্গে যুক্ত এমন নৌযানগুলিকে নিষেধাজ্ঞা অমান্যকারী হিসেবে উল্লেখ করে এসেছে। ওই ট্যাঙ্কারটি ২০২৪ সালে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ছিল, এবং যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী চালানো অভিযানেই এটি লক্ষ্যবস্তু হয়েছিল।

যুক্তরাষ্ট্র নৌ ও সামরিক বাহিনীর যৌথ পদ্ধতিতে ট্যাঙ্কারটি আটক করেছে।

রাশিয়া: জাহাজের নিরাপত্তায় একটি সাবমেরিনসহ নৌ-সেনা মোতায়েন করার খবর রয়েছে, যদিও রাশিয়া তা অফিসিয়ালি স্বীকার করেছে না এবং এই হস্তক্ষেপকে অবৈধ বলে উল্লেখ করেছে। 

ট্যাঙ্কারটির নাম Bella-1, পরে নাম বদলে Marinera করা হয় এবং রাশিয়ার পতাকা ধারণ করেছিল। এটি ইরান থেকে ভেনেজুয়েলায় তেল পরিবহনের পথে ছিল বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে উল্লেখ আছে। 

ধাওয়া শুরু হয়েছিল ক্যারিবিয়ান সাগরের কাছ থেকে এবং অবশেষে উত্তর আটলান্টিক মহাসাগরে জাহাজটি আটক করা হয়েছে। মার্কিন নৌ ও বিমান বাহিনীর নজরদারির মধ্যেই এটি সম্পন্ন হয়।

ট্যাঙ্কারটির ধাওয়া প্রায় দুই সপ্তাহ ধরে চলে এবং এটি মঙ্গলবার ৭ জানুয়ারি শেষ পর্যন্ত জব্দ হয়েছে। 

ট্যাঙ্কারটি প্রথমে মার্কিন কোস্ট গার্ডের বোর্ডিং এড়িয়ে পালিয়ে যায়, পরে উত্তর আটলান্টিকে প্রবেশ করলে যুক্তরাষ্ট্রের নৌ ও সামরিক বাহিনী ট্র্যাক করে। সশেষে একটি ফেডারাল কোর্টের নির্দেশ অনুযায়ী এটি জব্দ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]