রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:৪২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:৪২:২৪ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চার দিনের উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) তিনি রংপুরে যাবেন।

দলীয় সূত্র জানায়, সোমবার বেলা ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সফরসংক্রান্ত সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গণিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।

গণিউল আজমের ভাষ্য অনুযায়ী, চার দিনের কর্মসূচিতে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে সেখানে রাতযাপন করবেন তারেক রহমান। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে গিয়ে রাতযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে আবার রংপুরে ফিরবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সফরকালে তারেক রহমান আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানানো হয়েছে। এ উপলক্ষে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দলীয় নেতারা বলছেন, এই সফরের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]