বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ছুটির ছবি নিয়ে প্রেম জীবনের ঝড় উঠেছে নেটপাড়ায়। বছরের শুরুতেই গোয়ায় ছুটি কাটাচ্ছেন এই অভিনেতা। তার সঙ্গে ছবি প্রকাশ হতেই নেটিজেনরা তাকে নতুন প্রেমিকেয়ার সঙ্গে জড়িয়ে দিচ্ছেন। এরই মধ্যে ওই যুবতী করিনা কুবিলিয়ত নিজেরই জবাব দিয়ে জল্পনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন।
সূত্র বলছে, কার্তিক আরিয়ানের সঙ্গে একই সেই বিচে শুয়ে ছবি প্রকাশ করেছেন করিনা। ছবি তোলা স্থান, সময় এবং ব্যাকগ্রাউন্ডের মিলেই নেটিজেনদের মনে বিস্তর আলোচনা তৈরি হয়। পাশাপাশি -এ কার্তিকের করিনাকে ফলো করার তথ্য জল্পনাকে আরও উস্কে দেয়। যদিও জল্পনার শুরুতেই উভয়েই একে অন্যকে আনফলো করলে চর্চা আরও বাড়ে।
করিনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করে সব গুজব পাল্টে দিয়েছেন। এক নেটিজেন লুইস মন্তব্যকে জবাবে তিনি লিখেছেন, আমি ওর গার্লফ্রেন্ড না। লুইসভাই চুপ করো, সঙ্গে হাসির ইমোজি ব্যবহার করেছেন। করিনার নিজের এই মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে, তিনি কার্তিকের প্রেমিকা নন।
গোয়া থেকে পোস্ট হওয়া ছবি এবং দিন ও অবস্থানের মিলেই নেটে আলোচনা বেড়ে যায়।
করিনা সম্পর্কে জানা যায়, তিনি বর্তমানে ইংল্যান্ডে পড়াশোনা করছেন এবং তার বাসভূমি গ্রিস; বয়স মাত্র ১৮ বছর।
তবে নিজের মন্তব্যের মাধ্যমে করিনা স্পষ্ট করে দিয়েছেন যে, তার কার্তিকের সঙ্গে কোনো রোমান্টিক সম্পর্ক নেই।
কার্তিক আরিয়ানকে সর্বশেষ দেখা গিয়েছে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে, যা ২০২৫ সালের বড়দিনে মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে ছবিটি তেমন সাড়া ছড়াতে পারেনি। ছবিটি করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশন এবং নমহ পিকচার্স দ্বারা যৌথভাবে প্রযোজিত হয়েছিল।
চলচ্চিত্রে কাজের সময় তার আলোচিত আগের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন রয়েছে, কিন্তু প্রেম সংক্রান্ত যে কোনো কাটাছেঁড়া জল্পনাকে কার্তিক আরিয়ান সাধারণত গুরুত্ব দেন না।
সূত্র বলছে, কার্তিক আরিয়ানের সঙ্গে একই সেই বিচে শুয়ে ছবি প্রকাশ করেছেন করিনা। ছবি তোলা স্থান, সময় এবং ব্যাকগ্রাউন্ডের মিলেই নেটিজেনদের মনে বিস্তর আলোচনা তৈরি হয়। পাশাপাশি -এ কার্তিকের করিনাকে ফলো করার তথ্য জল্পনাকে আরও উস্কে দেয়। যদিও জল্পনার শুরুতেই উভয়েই একে অন্যকে আনফলো করলে চর্চা আরও বাড়ে।
করিনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করে সব গুজব পাল্টে দিয়েছেন। এক নেটিজেন লুইস মন্তব্যকে জবাবে তিনি লিখেছেন, আমি ওর গার্লফ্রেন্ড না। লুইসভাই চুপ করো, সঙ্গে হাসির ইমোজি ব্যবহার করেছেন। করিনার নিজের এই মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে, তিনি কার্তিকের প্রেমিকা নন।
গোয়া থেকে পোস্ট হওয়া ছবি এবং দিন ও অবস্থানের মিলেই নেটে আলোচনা বেড়ে যায়।
করিনা সম্পর্কে জানা যায়, তিনি বর্তমানে ইংল্যান্ডে পড়াশোনা করছেন এবং তার বাসভূমি গ্রিস; বয়স মাত্র ১৮ বছর।
তবে নিজের মন্তব্যের মাধ্যমে করিনা স্পষ্ট করে দিয়েছেন যে, তার কার্তিকের সঙ্গে কোনো রোমান্টিক সম্পর্ক নেই।
কার্তিক আরিয়ানকে সর্বশেষ দেখা গিয়েছে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে, যা ২০২৫ সালের বড়দিনে মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে ছবিটি তেমন সাড়া ছড়াতে পারেনি। ছবিটি করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশন এবং নমহ পিকচার্স দ্বারা যৌথভাবে প্রযোজিত হয়েছিল।
চলচ্চিত্রে কাজের সময় তার আলোচিত আগের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন রয়েছে, কিন্তু প্রেম সংক্রান্ত যে কোনো কাটাছেঁড়া জল্পনাকে কার্তিক আরিয়ান সাধারণত গুরুত্ব দেন না।