মাত্র ছ’মিনিটের নাচে ৬ কোটি টাকা দেশের দামী স্টেজ পারফর্মারদের শীর্ষে তামান্না ভাটিয়া

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১২:০৭:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১২:০৭:১২ পূর্বাহ্ন
মুম্বাই দক্ষিণী সিনেমা থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান শক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয়ের পাশাপাশি নাচ, স্টেজ প্রেজেন্স ও বিশেষ পারফরম্যান্সে ধারাবাহিক সাফল্যের জেরে তিনি এখন দেশের অন্যতম চাহিদাসম্পন্ন স্টেজ পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যম ও ইন্ডাস্ট্রি সূত্রের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর গোয়ায় এক নববর্ষের অনুষ্ঠানে মাত্র ছ’মিনিটের নাচের পারফরম্যান্সের জন্য তামান্না পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৬ কোটি টাকা। অর্থাৎ, প্রতি মিনিটে প্রায় ১ কোটি টাকা, যা তাঁকে দেশের সবচেয়ে দামী স্টেজ পারফর্মারদের তালিকায় নিয়ে এসেছে। আয়োজক মহলের মতে, তামান্নার বাজারদর ও চাহিদার প্রতিফলন হিসেবেই এই অঙ্ক ধরা হচ্ছে।

তামান্নার কেরিয়ারে নাচ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তাঁর সাম্প্রতিক কাজেই স্পষ্ট। জেলার-এর কাভালা, স্ত্রী ২-এর আজ কি রাত কিংবা রেইড ২-এর নাশা, এই বিশেষ গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন ভিউ অর্জন করেছে। প্রতিটি গানে তাঁর পারফরম্যান্স দর্শক ও ইন্ডাস্ট্রির নজর কেড়েছে এবং বিশেষ উপস্থিতির জন্য তাঁকে প্রথম সারির পছন্দে পরিণত করেছে।

এক সময় একাধিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করলেও, সাম্প্রতিক সময়ে তামান্না বিশেষ গান ও পারফরম্যান্সে বেশি মনোযোগ দিচ্ছেন। তবে এই কৌশল তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটা আনেনি। বরং ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, রেইড ২-এর একটি বিশেষ গানের জন্য তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এর আগে জেলার’-এর জন্য তাঁর পারিশ্রমিক ছিল প্রায় ৩ কোটি টাকা।

বর্তমানে সিনেমার পাশাপাশি কর্পোরেট শো, বিয়ে ও বড় মাপের ইভেন্টেও তামান্না অন্যতম চাহিদাসম্পন্ন নাম। আয়োজকদের একাংশের মতে, তাঁর উপস্থিতি মানেই দর্শক টানার নিশ্চয়তা—এই কারণেই বড় অঙ্কের পারিশ্রমিক দিতেও পিছপা হচ্ছেন না কেউ।

ব্যক্তিগত জীবনেও সম্প্রতি আলোচনায় ছিলেন তামান্না। গত ২১ ডিসেম্বর তিনি ৩৬ বছরে পা দেন। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেত্রী। বন্ধু সুভেদ লোহিয়া সামাজিক মাধ্যমে জন্মদিনের ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে তামান্নাকে ম্রুণাল ঠাকুরসহ বন্ধুদের সঙ্গে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তামান্না। অজয় দেবগণ ও রীতেশ দেশমুখ অভিনীত রেইড ২-এ বিশেষ ডান্স নম্বরে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায়। পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওদেলা ২-এ। সামনে রয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ও রোমিও, যেখানে তাঁর বিপরীতে থাকছেন শাহিদ কাপুর। এছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ভি শান্তারাম’ ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।

সব মিলিয়ে, অভিনয় থেকে নাচ জনপ্রিয়তা, পারফরম্যান্স ও পারিশ্রমিক তিন ক্ষেত্রেই তামান্না ভাটিয়া এখন ইন্ডাস্ট্রির এক প্রভাবশালী অবস্থানে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]